বিমান ছাড়ার আগেই নাগপুর এয়ারপোর্টের বোর্ডিং গেটে পাইলটের মৃত্যু

বিমান ছাড়ার আগে পাইলটের মৃত্যু। নাগপুরে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ইন্ডিগো বিমান সংস্থার ওই পাইলট নাগপুর এয়ারপোর্টে বোর্ডিং গেটের কাছে পড়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। নাগপুর পুনে বিমান চালানোর দায়িত্ব ছিল তাঁর কাঁধে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন ডাক্তার।  সূত্রের খবর, বিমান চালানোর আগে ওই পাইলট বিশ্রামে ছিলেন। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের গাইড লাইনের নিয়ম অনুযায়ী ওই পাইলটকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হয়েছিল। যে বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানকার ডাক্তাররা জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান, হার্ট অ্যাটাক বা হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালের মুখপাত্র আয়েজাজ শামি বলেন, হাসপাতালের জরুরি টিম তাঁকে সিপিআর দিয়েছিল। কিন্তু তাতে সাড়া দেননি তিনি। তাঁকে মৃত ঘোষণা করা হয়।  

error: Content is protected !!