শুভেন্দু অধিকারী যেতেই উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর

শুভেন্দু অধিকারী বের হতেই উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বাম সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ বেধে যায়। দু পক্ষ একে অপরের দিকে তেড়ে যান। বিজেপির অভিযোগ, শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হচ্ছিল। অন্যদিকে, বাম সমর্থকদের অভিযোগ, তাদের দিকে বিনা প্ররোচনায় হামলা করানো হয়েছে। এমনকী তাঁদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর দেহরক্ষীরাও মারধর করেছে তাঁদের। নকশালবাদি পার্টির কর্মী সমর্থকদের শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মন্তব্য করার জেরে তাকে কালো পতাকা দেখিয়েছিলেন নকশালবাদি পার্টির একজন ব্যক্তি। তাকে শুভেন্দু অধিকারীর সিকিউরিটি এবং বিজেপির যুব মোর্চার কর্মীরা প্রকাশ্য রাস্তায় ফেলে মুখ চোখ ফাটিয়ে রক্তাক্ত করে তোলে। চলে এলোপাথাড়ি, লাথি-ঘুষি আর হেলমেট দিয়ে মারধর। রক্তাক্ত হওয়া ব্যক্তির নাম উর্মির এ আজহার। শুধু তাই নয়, অন্যান্য নকশাল সমর্থক ছাত্রদের সঙ্গে হাতাহাতি হয় বিরোধী দলনেতার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের । বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ছাত্রদের লক্ষ্য করে ভারী বুটের লাথি মারতে দেখা যায়। বারবার নানা ইস্যুতে আন্দোলনে মুখর হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর সহ তার পার্শ্ববর্তী এলাকা। কিন্তু আন্দোলনরত ছাত্রদের ওপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এ হেন আক্রমণ রীতিমত নজিরবিহীন। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। এদিন যাদবপুরে বিজেপির যুব মোর্চার মঞ্চ থেকে ছাত্র-মৃত্যুর ঘটনায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলা পক্ষে নামে রাজনৈতিক নিশানা করেন। এই ঘটনায় বাংলা পক্ষের পক্ষ থেকে গর্গ চ্যাটার্জি বিরোধী দলনেতার বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন।

error: Content is protected !!