দক্ষিণ দমদমে ডেঙ্গি আক্রান্ত ২০০

কলকাতায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। এরই মধ্যে বৃহস্পতিবার আতঙ্ক বাড়ল  এ বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০০-র গণ্ডি পার করে গিয়েছে। দৈনিক গড়ে ১০ জন অন্তত ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে। দক্ষিণ দমদমে মশার বাড়বাড়ন্তের জেরে এই ডেঙ্গির প্রকোপ বেড়েছে। এই অবস্থায় সেনাকে মশা দমনের প্রশিক্ষণ দেবে কলকাতা পুরসভার মশা দমন বিভাগ। আলিপুরের কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ মশা নিয়ন্ত্রণের জন্য প্রশিক্ষণ পেতে চেয়ে কলকাতা পুরসভার কাছে আর্জি জানিয়েছিল।

error: Content is protected !!