
দুই প্রতিবেশীর পোষা কুকুরের মধ্যে ঝামেলা, পড়শির ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত ২, জখম ৮
দুই প্রতিবেশীর পোষা কুকুরের মধ্যে ঝামেলা। তা থেকে চলল গুলি। পড়শির ছোড়া এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালেন ২ জন, জখম ৮। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পড়শির পোষা কুকুরের মধ্যে ঝামেলা বাধে। তা গড়ায় দুই মালিকের মধ্যেও। রাজপাল রাজাওয়াতের কুকুরের সঙ্গে পাশের বাড়ির কুকুর নিয়ে বিবাদ বাধে। একটি বেসরকারি ব্যাঙ্কে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত রাজাওয়াত ঘরে ঢুকে তাঁর বন্দুক নিয়ে এসে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একজন তাঁর পোষা কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় পাশের বাড়ির একটি কুকুরকে দেখে সে চিৎকার শুরু করে এবং দুই কুকুরের মধ্যে লড়াই বেঁধে যায়। তা নিয়ে বিবাদ বাধে কুকুরের দুই মালিকের মধ্যে। মারামারি থামাতে স্থানীয়রা এগিয়ে আসেন। এর মধ্যে রাজাওয়াত হঠাৎই নিজের ঘরে ঢুকে বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে। গুলিতে ঘটনাস্থলেই ২৮ বছরের রাহুল এবং ৩৫ বছরের বিমল নামে দুজনের মৃত্যু হয়। জখম হন ৮ জন। জখমদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।