উত্তর দিনাজপুরে ক্লাস চলাকালীন ভেঙে পড়ল স্কুলের ছাদ, আহত ৯ পড়ুয়া

আচমকাই ভেঙে পড়ল প্রাথমিক স্কুলের ছাদ! আহত ৯ পড়ুয়া। ৫ জনের আঘাত গুরুতর। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। এবার দুর্ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের করণদিঘিতে। করণদিঘির হুতাড়া কামাত প্রাথমিক বিদ্যালয়ের বাড়িটি বেশ বড়। অনেকগুলি ক্লাসরুম। অথচ এদিন একটি ঘরেই ক্লাস চলছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পড়ুয়াদের! তারপর? হুড়মুড় করে ভেঙে পড়ে ক্লাসরুমের ছাদ। গুরুতর জখম অবস্থায় যে ৫ ভর্তি রায়গঞ্জে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে, তাদের মধ্যে  ৩ জন তৃতীয় শ্রেণির আর  ২ জন দ্বিতীয় শ্রেণির পড়ুয়া।

error: Content is protected !!