
ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় ভারী বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে নিম্নচাপে। এর প্রভাবে ওড়িশায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এর জেরে শনিবার উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে শুক্রবার থেকে তাপমাত্রা বাড়ার কারণে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে উত্তর বঙ্গোপসাগরে। এর অভিমুখ ওড়িশা উপকূল। হাওয়া অফিস সূত্রে আরও খবর, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায়। উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে কর্নাটক থেকে কোমরিন এলাকা পর্যন্ত। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা।