
ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করল ইডি
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফের তলব করল ইডি। আগামী ২৪ অগাস্ট তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এই নিয়ে তাঁকে দ্বিতীয়বার তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। চলতি মাসের শুরুতেই ১৪ই অগাস্ট তাঁকে প্রথমবার তলব করা হয়েছিল। তখন তিনি হাজিরা দেননি। ফের তাঁকে দ্বিতীয়বারের জন্য তলব করা হল। জমি কেলেঙ্কারি মামলায় তাঁকে ১৪ই অগস্ট তলব করা হয়। তাঁকে ইডির রাঁচির জোনাল অফিসে যেতে বলা হয়েছিল। তিনি যাবেননা বলে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে সমন পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন। এখন দেখার তিনি দ্বিতীয়বারের তলবও এড়িয়ে যান কিনা। শনিবার সকালে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। পোস্টে লেখেন, ২৪ অগাস্ট ইডি আবার রাজা সাহেবকে চা-পানের জন্য ডেকেছে। মুখ্যমন্ত্রীর নাম অবশ্য তিনি উল্লেখ করেননি।