
যাদবপুরকাণ্ডে ধৃত ৩ ছাত্রের ৩১ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজত
যাদবপুর ছাত্রমৃত্যুর ঘটনায় অভিযুক্তেরা তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ। যাদবপুরকাণ্ডে শুক্রবার ৩ জনকে ডেকে জিজ্ঞাসাবাদ চলছিল। এরপরেই তাঁদের গ্রেফতার করা হয়। শনিবার তাঁদের আদালতে তোলা হয়। তখনই পুলিশের তরফে অভিযোগ আনা হয়, ‘এরা সফল অপরাধী,ব্যর্থ অভিনেতা’। বিভান্তি তৈরির চেষ্টা করছে। বয়ানে অসঙ্গতি রয়েছে বলেই অভিযোগ। যাদবপুর ছাত্রমৃত্যুর ঘটনায় শুক্রবার শেখ নাসিম আখতার, হিমাংশু কর্মকার, সত্যব্রত রায়কে গ্রেফতার করে পুলিশ। ধৃত ৩ জনকে ৩১ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। আগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে কেউ ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। মৃত্যুর নেপথ্যে রয়েছে র্যাগিং, এমনটাই অভিযোগ পরিবারের। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশের এই ঘটনায় জড়িতদের একের পর এক গ্রেফতার করেছে। ঘটনার জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। ইতিমধ্যেই এই ঘটনায় ৩টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।