কাজের সন্ধানে বেআইনিভাবে ভারত এসে গণধর্ষণের স্বীকার, ধৃত দালাল সহ ৪

কাজের সন্ধানে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দালালের মাধ্যমে বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল এক বাংলাদেশী নাবালিকা। অভিযোগ ১৮ ই অগাস্ট ওই দালাল সহ চারজন অসহায় নাবালিকাকে গণধর্ষণ করে। এরপর ওই নাবালিকা বনগাঁর হরিদাসপুর বিওপির পেট্রাপোল সীমান্ত থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। আজ শনিবার তাদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম যথাক্রমে ১) সনৎ বৈরাগী, ২) প্রথম মন্ডল, ৩) হিরো দাস ও ৪) প্রদীপ বিশ্বাস। ধৃতদের আজ বনগাঁ আদালতে হাজির করে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেবার আবেদন জানানো হয়। ধৃতদের বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু করা হয়েছে। যারা গিয়েছে ধুতরা ওই বাংলাদেশের নাবালিকাকে স্থানীয় একটি পোল্ট্রি ফার্মের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পোল্ট্রি ফার্মটিতে আপাতত কোন মুরগির চাষ হচ্ছিল না। পোল্ট্রি ফার্মটি ফাঁকা থাকার সুযোগ নিয়ে সেখানে এই অঘটন ঘটায় দুষ্কৃতীরা। স্থানীয় মহিলারা ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এই ঘটনায় ওই এলাকার মানুষজন পুলিশকে দালাল চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার দাবী জানিয়েছেন।

error: Content is protected !!