পেঁয়াজের রফতানি রুখতে ৪০ শতাংশ কর ধার্য করল মোদি সরকার

 টমেটো, কাঁচা-লঙ্কা পর এবার বেলাগাম পেঁয়াজের দাম। আর তাতেই মোদি সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তার কারণ, সামনেই উ‍ৎসবের মরসুম। তার পরেই পাঁচ রাজ্যের বিধানসভার ভোট। পেঁয়াজের দাম আম আদমির নাগালের বাইরে চলে গেলে জনরোষ ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা থেকে আগাম কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি না করা হলেও রফতানির উপরে ৪০ শতাংশ কর বসাল।শনিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রফতানিকৃত পেঁয়াজের উপরে ৪০ শতাংশ কর দিতে হবে। এদিন থেকেই নয়া কর চালু হবে।’ সরকারের শীর্ষ মহল মনে করছে, রফতানির ক্ষেত্রে ৪০ শতাংশ কর বসানোর ফলে পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে যাবে। ফলে বিদেশি ক্রেতারা ভারতে থেকে পেঁয়াজ আমদানিতে নিরু‍ৎসাহিত হবেন। গত জুলাই মাস থেকেই টমেটোর দাম লাগাতার ঊর্ধ্বমুখী। অগস্টের শুরু থেকে আলু এবং পেঁয়াজের দামও ধীরে-ধীরে চড়তে শুরু করেছে। আগামী মাসে অর্থা‍ৎ সেপ্টেম্বরে পেঁয়াজ ও আলুর দাম আম আদমির নাগালের বাইরে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কেননা, উত্তর ভারতজুড়ে ভয়াবহ বন্যা হচ্ছে। ফলে পেঁয়াজ ও আলুর জোগানে টান পড়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। রফতানির উপরে খাঁড়া নামিয়ে এনে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে চাইছে কেন্দ্র।  

error: Content is protected !!