চোখের চিকিৎসা করিয়ে কলকাতায় ফিরলেন অভিষেক

২৫ দিন পর কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। কালো রংয়ের টি- শার্ট ও ডেনিম জিন্স পরে কন্যা হাত ধরে বিমানবন্দর থেকে তাঁকে বেরতে দেখা যায়। ২৬ জুলাই চোখের চিকিৎসার জন্য দুবাই হয়ে আমেরিকায় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন নিজের কন্যার হাত ধরে গাড়িতে ওঠার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যাদবপুরের ঘটনা প্রসঙ্গে কিন্তু তিনি কোন প্রশ্নের উত্তর দেননি। কলকাতা বিমানবন্দর ছাড়ার আগে নিজের কালো রঙের গাড়ির জানালার কাঁচ নামিয়ে রেখে হাসিমুখে নমস্কার জানিয়ে বাড়ি ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকরা এদিন সন্ধ্যায় যখন যাদবপুর প্রসঙ্গে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, তখন হাত দেখিয়ে নিজের কন্যাকে আগে গাড়িতে তুলে তার পাশে বসে পড়েন অভিষেক।

error: Content is protected !!