মুর্শিদাবাদের আইসিডিএস কেন্দ্রে বিস্ফোরণ

এদিন সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাখালি গ্রামে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে উড়ে গেল একটি বন্ধ আইসিডিএস কেন্দ্রের ছাদ এবং দেওয়ালের একাংশ। রবিবার সকাল সাতটা নাগাদ বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইচ্ছাখালি গ্রাম। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখতে পান বন্ধ আইসিডিএস সেন্টারটির একাংশ বিস্ফোরণের অভিঘাতে সম্পূর্ণ ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান- বন্ধ ওই আইসিডিএস সেন্টারের ভেতরে মজুত রাখা কমপক্ষে ১০-১২টি বোমা বিস্ফোরণের ফলে আইসিডিএস সেন্টারটির ছাদ এবং দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে। বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। আইসিডিএস কেন্দ্রে বোমা মজুত করে রাখার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে -২০১৪ সালে ইচ্ছাখালি গ্রামে ওই আইসিডিএস কেন্দ্রটি তৈরি হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে আজ অবধি সেটি চালু করা যায়নি। 

error: Content is protected !!