
দুবাইয়ে আটকে নদিয়ার ১৩ শ্রমিক, ভিডিও বার্তার মাধ্যমে বাড়ি ফেরানোর আর্জি
দু’টো টাকা বেশি রোজগারের আশায় এজেন্ট মারফত দুবাইয়ে পাড়ি দিয়েছিলেন নদিয়ার বেশ কয়েকজন যুবক। সেখানে গিয়ে কিছুদিন কাজ করার পর বুঝতে পারেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সেই মতো তাঁরা বাড়ি ফেরার চেষ্টা করেন। কিন্তু, তাঁদের ভিসা ও পাসপোর্ট কোম্পানি আটকে রেখে দিয়েছে। এই অবস্থায় সেখান থেকে কীভাবে বাড়ি ফিরবেন ভেবে পাচ্ছেন না নদিয়া জেলার ১৩জন শ্রমিক। তাঁরা ভিডিও বার্তার মাধ্যমে বাড়ি ফেরানোর আর্জি জানিয়েছেন। এই অবস্থায় চরম উদ্বেগে দিন কাটছে পরিবারের। গোটা বিষয়টি তাঁরা রাজ্য সরকারের গোচরে আনার চেষ্টা চালাচ্ছেন।