খড়্গপুরে একটি বিস্কুট কারখানায় আগুন

খড়গপুর শহরের মালঞ্চ রোডের কাছের একটি বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড। আগুন লাগার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের মালঞ্চতে ঘটেছে ঘটনাটি। খবর পেয়েই ওই বিস্কুট কারখানায় আগুন নেভাতে যায় দমকলের ২টি ইঞ্জিন। ওই বিস্কুট কারখানার পাশেই রয়েছে পেট্রল পাম্প। সেই কারণেই আতঙ্কিত এলাকার মানুষ। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিটের জন্যই আগুন লেগেছে। তবে কী থেকে এই আগুন, সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সেক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণের আনার পর বিষয়টি খতিয়ে দেখবে দমকল। বিল্ডিংয়ের ইলেক্ট্রিসিটি সিস্টেম থেকে শুরু করে, অগ্নিনির্বাপণ ব্যবস্থা সবই খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।

error: Content is protected !!