প্রাথমিক স্কুলে পোস্টিংয়ের মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়ের ওপর আবারও স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এবার স্থগিতাদেশ দেওয়া হয়েছে প্রাথমিক স্কুলে পোস্টিংয়ের মামলায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় সিবিআই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি এ-ও জানিয়েছিলেন, প্রয়োজনে সিবিআই ৩৪৪ জন প্রাথমিক শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সিবিআইয়ের কাছ থেকে এই তদন্ত সংক্রান্ত রিপোর্টও চেয়েছিলেন বিচারপতি। সেই মামলাতেই এদিন সুপ্রিম কোর্ট অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিয়েছে। এই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি পিএস নরসিমহার ডিভিশন বেঞ্চ জানায়, আপাতত হাইকোর্টের নির্দেশ স্থগিত রাখা হচ্ছে। মামলাটিতে মূল মামলাকারীদের আইনজীবী উপস্থিত ছিলেন না। তাই আদালত রাজ্যকে জানিয়েছে, এ বিষয়ে মূল মামলাকারীদের নোটিস দিতে হবে। 

error: Content is protected !!