পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আবেদন খারিজ করল শীর্ষ আদালত

পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গিয়েছিল রাজ্যের আবেদন। এরপরই পুর নিয়োগ দুর্নীতির মামলায় ইডি, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সোমবার সপ্তাহের শুরুতে ওই মামলার শুনানিতে রাজ্যের আবেদন খারিজ করে নিম্ন আদালতের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। একই মামলায় পৃথকভাবে তদন্ত করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। পরবর্তী শুনানিতে ইডিকে মামলার কেস ডায়েরি নিয়ে আসতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়।

error: Content is protected !!