সোমবারের ইডি হানার পর মঙ্গলবারও শহরের একাধিক জায়গায় সিবিআই হানা

মঙ্গলবারেও অব্যাহত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। সোমবার ইডি হানার পর মঙ্গলবার সকালে শহরে সিবিআই হানা। এদিন সকালে আলুপিরের একটি বহুতলে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর আধিকারিকরা। জানা গিয়েছে, ওই বহুতলের একটি কর্পোরেট সংস্থার অফিসে চলে তল্লাশি। তবে তার কারণ কী তা এখনও জানা যায়নি। তল্লাশিতে তদন্তকারী আধিকারিকদের হাতে কোন তথ্য উঠে আসে, এখন নজর সেদিকেই। অন্যদিকে সোমবারেও শহরের একাধিক জায়গায় হানা দেয় অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোমবার ইডি আধিকারিকদের একটি দল হানা দেয় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর জামাইয়ের ফ্ল্যাটে। কলকাতার লি রোডের ওই ফ্ল্যাট সুজয়কৃষ্ণ আড়াই কোটি টাকা দিয়ে জামাইকে কিনে দিয়েছিলেন বলেই খবর সূত্রের। ওই ফ্ল্যাট ছাড়া কালীঘাটের কাকুর নিউ আলিপুর, জোকা এবং ঠাকুরপুকুরের ঠিকানাতেও তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, কালীঘাটের কাকুর আলিপুরের লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে ইডি প্রায় ১৮ ঘণ্টা তল্লাশি চালিয়েছে। তল্লাশি শেষে আধিকারিকদের হাতে বেশ কিছু তথ্য এসেছে বলেও জানা গিয়েছে। মঙ্গলবার শহরে ফের তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই। 

error: Content is protected !!