নাগপুরে ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ

বিমানের জরুরি অবতরণের পরও হল না শেষরক্ষা। অসুস্থতায় হাসপাতালেই প্রাণ হারালেন ইন্ডিগো বিমানের এক যাত্রী। আজ, সকালে মুম্বই থেকে রাঁচিগামী বিমানে উঠেছিলেন ৬২ বছরের এক বৃদ্ধ। মাঝআকাশে আচমকাই চরম অসুস্থতা বোধ করায় বিমানটির অভিমুখ ঘুরিয়ে নাগপুকে জরুরি অবতরণ করানো হয়। দ্রুততার সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মারা যান ওই ব্যক্তি।

error: Content is protected !!