ভারতে খেলতে আসছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার

পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এবার আল হিলালের হয়ে ভারতে খেলতে আসছেন এই ব্রাজিলিয়ান তারকা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে ভারতের মুম্বই সিটি এফসির গ্রুপে পড়েছে সৌদি ক্লাব আল হিলাল। বৃহস্পতিবার এএফসি’র সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে টুর্নামেন্টের ড্র ও সূচি চূড়ান্ত হয়েছে। ডি গ্রুপে নেইমারদের আল হিলাল ছাড়াও মুম্বই এফসির প্রতিপক্ষ হিসেবে থাকছে ইরানের ক্লাব নাসসাজি মাজানদারান এফসি ও উজবেকিস্তানের ক্লাব নাভাহোর নামানগান।  তবে টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি এখনও তৈরি হয়নি। যে কারণে ডি গ্রুপের অ্যাওয়ে ম্যাচ খেলতে কবে নেইমারের আল হিলাল মুম্বই আসবে, তা জানা যায়নি।

error: Content is protected !!