ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গের ৩ জেলায় জারি লাল সতর্কতা

সকাল থেকেই রাজ্যজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে গোটা উত্তরবঙ্গ। কিন্তু বৃষ্টিপাত চরম আকার ধারণ করতে পারে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। ৭ থেকে ২০ সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই জেলায়। স্বভাবতই ধস ও হড়পা বানের বিষয়ে সতর্ক করা হয়েছে। এছাড়াও প্রবল বৃষ্টিপাত হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারেও। এই দুই জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জল জমা ও হড়পা বান হতে পারে এই দুই জেলাতেও।

error: Content is protected !!