
দূরপাল্লার চলন্ত ট্রেনের পাওয়ার কেবিনে ওঠার চেষ্টা দুই রেলপুলিশ কর্মীর, মারধরের অভিযোগ
বিনা অনুমতিতে আপ সরাইঘাট এক্সপ্রেসের পাওয়ার কেবিনে ওঠার চেষ্টার অভিযোগ রাজ্যের দুই রেলপুলিশ কর্মীর বিরুদ্ধে। কর্তব্যরত রেলকর্মী তাঁদের বাধা দিলে তাঁর সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন তাঁরা। ভাইরাল এই ভিডিও ঘিরে শোড়গোল রেলের অন্দরমহলে। অভিযোগ, গত ২৪ আগস্ট ওই ট্রেনটির পাওয়ার কেবিনে ঢোকার চেষ্টা করেন রেলপুলিশের দুই কর্মী সুমিত হালদার ও মাসুদুর রহমান। সেইসময় পাওয়ার কেবিনে কর্তব্যরত রেলকর্মী কমলজিৎ প্রসাদ তাঁদের বাধা দেন। এরপর সেখানেই কমলজিতের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়েন ওই দুই পুলিশকর্মী। ফের নিউ জলপাইগুড়ি স্টেশনেও কমলজিতকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপর ট্রেন গুয়াহাটিতে পৌঁছলে কমলজিৎ স্টেশনের রেলপুলিশ থানায় অভিযোগ দায়ের করেন। উত্তর-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব জানিয়েছেন, ‘পাওয়ার কেবিনের যিনি দায়িত্বে থাকেন তিনি ছাড়া ওই কেবিনে আর কারও ওঠার এক্তিয়ার থাকে না।’ গোটা বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘ঠিক কী ঘটনা ঘটেছিল তা জানতে একটি তদন্ত শুরু হয়েছে।’