যাদবপুরের হস্টেলে প্রাক্তনীরা আর নয়, ২৪ ঘণ্টার মধ্যে তাদের হস্টেল খালি করতে হবে, কড়া নির্দেশ হাইকোর্টের

আর কোনও প্রাক্তন পড়ুয়া আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকতে পারবেন না। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিভগননমের ডিভিশন বেঞ্চের। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ব়্যাগিং নিয়ে এক মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউনিয়নকে বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে। এছাড়াও হস্টেলের ঘরে ঘরে কর্তৃপক্ষকে তল্লাশি চালাতে হবে। কোনও প্রাক্তনীর হদিশ পেলে পত্রপাঠ তাঁকে চলে যাওয়ার নির্দেশ দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের হস্টেল খালি করে দিতে হবে। অন্যদিকে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় কর্তৃপক্ষকে। সূত্রের খবর, সোমবারেই ইউজিসির প্রতিনিধিদলের অনেক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি বিশ্ববিদ্যালয়।

error: Content is protected !!