শিক্ষক দিবসের দিনে ৭৫ জনের হাতে জাতীয় শিক্ষকের পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি

ভারতের শিক্ষক দিবসের দিনে নির্বাচিত ৭৫ জনের হাতে ২০২৩ সালের জাতীয় শিক্ষকের পুরস্কার  তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । পাশাপাশি মঙ্গলবার দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের উন্নতিতে শিক্ষক-শিক্ষিকাদের অপরিসীম অবদানের কথাও ফের একবার স্মরণ করিয়ে দেন তিনি। অডিটোরিয়ামে উপস্থিত মানুষদের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, “শিক্ষকরা যখন প্রশংসা করেন, উৎসাহ দেন বা শাস্তি দেন তখন শিক্ষার্থীরা সবকিছু মনে রাখে। তাদের জীবনের উন্নতি করতে যদি শাস্তি দেওয়া হয়, পড়ুয়ারা সময়ের সঙ্গে সঙ্গে তা বুঝতে পারে। তাই, আমি বিশ্বাস করি যে তাদের শিক্ষা দেওয়ার চেয়ে তাদের ভালোবাসা দেওয়া বেশি গুরুত্বপূর্ণ..আমাদের শিক্ষা নীতি ভারতীয় সংস্কৃতি এবং গর্বের সঙ্গে সংযোগ স্থাপন করার বিষয়কে গুরুত্ব দেয়।”

error: Content is protected !!