মাওবাদী যোগ সন্দেহে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় এনআইএ-র তল্লাশি

মাওবাদী যোগ সন্দেহে শিবকুটি সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সন্দেহভাজন কয়েকজন যুবককে আটক করা হয়েছে। জানা গিয়েছে, কয়েকদিন আগে নকশাল কার্যকলাপের জন্য ধরা পড়েছিলেন রীতেশ বিদ্যার্থী । তার ভাই সত্যেশ বিদ্যার্থী ও অন্যদের খোঁজে সোমবার রাতে প্রয়াগরাজ পৌঁছে এনআইএ দল। এরপর শিবকুটি ও অন্যান্য এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। খোঁজ করা হয় সত্যেশের স্ত্রী সোনিয়া আজাদের। প্রয়াগরাজের বিভিন্ন জায়গায় তদন্তকারী সংস্থার চারটি দল হানা দেওয়ার খবর রয়েছে। এদিন সকালে উত্তরপ্রদেশ পুলিশ নগরীর শিবকুটি এলাকায় মানবাধিকার কর্মী ও লেখিকা সীমা আজাদের বাড়িতেও তল্লাশি চালায়।

error: Content is protected !!