
কসবায় স্কুলে ছাত্র মৃত্যুর ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে তলব করল পুলিশ
কসবার স্কুলে ছাত্র মৃত্যুর ঘটনায় ৪জন শিক্ষক-শিক্ষিকাকে সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। আজ, বুধবার কসবা থানায় তাঁদের আসতে বলা হয়েছে। ওই ছাত্রের পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয়েছে। সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিস। অপরদিকে, এদিন ঘটনাস্থল পরিদর্শনে যাবেন ওই ছাত্রের ময়নাতদন্তের বোর্ডে থাকা চিকিৎসকেরা।