
জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিনে দিল্লিতে ভারী বৃষ্টি, জলমগ্ন প্রগতি ময়দান সহ একাধিক এলাকা
জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিনে বাড়ল বিপত্তি। টানা বৃষ্টিতে জল জমল দিল্লিতে প্রগতি ময়দান সহ একাধিক এলাকায়। এই প্রগতি ময়দান এলাকাতেই জি-২০ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই রাস্তাতেই যাতায়াত করছেন জি-২০-র রাষ্ট্র নেতারা। ফলে পরিস্থিতি সামলাতে বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন প্রশাসন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। যা রবিবার সকালেও অব্যাহত। সফদরজং, বিমানবন্দর এলাকা, রাজঘাট, বসন্ত কুঞ্জ, মুনিরকা, নারেলা-সহ বেশ কিছু জায়গায় গতকাল রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। রবিবার সকালে ভারী বৃষ্টির মাঝেই অক্ষরধাম মন্দির দর্শন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। এরপর রাজঘাটে গান্ধীজির সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রনেতারা। মৌসম ভবন সূত্রে খবর, রবিবারেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী হতে পারে দিল্লিতে। বৃষ্টির জেরে এক ধাক্কায় কমেছে তাপমাত্রার পারদ। রবিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।