
প্রোটোকল ভাঙায় আটক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কনভয়ের চালক
প্রোটোকল লঙ্ঘন করায় আটক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কনভয়ের এক চালক। শনিবার দিল্লিতে তাঁকে আটক করার কয়েক ঘণ্টা পরেই জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ বাইডেনের কনভয়ের এক গাড়ি আচমকা তাজ হোটেলে প্রবেশ করে। সেই হোটেলেই ছিলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বেপরোয়া গতির গাড়িটিকে মুহূর্তের মধ্যে থামান নিরাপত্তা কর্মীরা। জিজ্ঞাসাবাদের সময় ওই গাড়ির চালক জানান, তাঁর আইটিসি মৌর্যতে অর্থাৎ যেখানে বাইডেন রয়েছেন, সেখানে পৌঁছনোর কথা ছিল। এদিকে একজন ব্যবসায়ীকে নামাতেই দ্রুত তাজে পৌঁছন তিনি। ওই ব্যবসায়ীকে লোধি এস্টেট এলাকা থেকে গাড়িতে তুলেছিলেন। গাড়ির চালক এও জানান, তিনি প্রোটোকল সম্বন্ধে অবগত ছিলেন না। পরবর্তীতে গাড়িটিকে কনভয় থেকে সরিয়েও দেওয়া হয়।