তামিলনাড়ুতে মিনি বাসে সজোরে ধাক্কা লরির, মৃত ৭ মহিলা 

বেপরোয়া গতির লরির ধাক্কায় মৃত্যু হল ৭ মহিলার। পুলিশ সূত্রে খবর, তিরুপাথুরে দুর্ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে। ধর্মশালা থেকে ঘুরে ফিরছিলেন একদল পর্যটক। মিনিবাসে ছিলেন মোট ১৯ জন যাত্রী। যাঁদের মধ্যে ১৫ জন মহিলা। পথে মিনি বাসটির টায়ার ফেটে যায়। সেটি সারাতেই রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। বাস থেকে নেমে একদল মিস্ত্রি খুঁজতে যান। বাকি কয়েকজন মহিলা মিনি বাসের পাশেই দাঁড়িয়েছিলেন। আচমকা বেপরোয়া গতির একটি লরি মিনি বাসের পিছনে সজোরে ধাক্কা দেয়। তখনই সেটি উল্টে পড়ে দাঁড়িয়ে থাকা মহিলাদের উপর। ঘটনাস্থলেই পিষে মৃত্যু হয় ৭ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে তিরুপাথুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দুঃখপ্রকাশ করেছেন এই ঘটনায়। আহতদের চিকিৎসার জন্য পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

error: Content is protected !!