
বাংলায় নতুন বিনিয়োগ আনতে ১১ দিনের স্পেন ও দুবাই সফর যাচ্ছেন মুখ্যমন্ত্রী
বাংলায় নতুন বিনিয়োগ আনতে ১১ দিনের স্পেন ও দুবাই সফর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে সেই উদ্দেশেই কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেন। সেখানে গিয়ে উদ্যোগপতি ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। সোমবার নবান্ন থেকে নিজের বিদেশ সফর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনেক আমন্ত্রণ থাকলেও ৫ বছর যাওয়ার অনুমতি পাইনি আমরা। এখনও অনেক আমন্ত্রণ আছে। তবে এমার্জেন্সি হলে যাতে আমি দ্রুত ফিরে আসতে পারি তাই বেশি দূরে আমি যেতে চাই না। এদিন সকাল ৯টা ৪৫ মিনিটের বিমানে স্পেনের উউউদ্দেশে রওনা দেন তিনি। প্রথমে দুবাই পৌঁছবেন। শেখেন একদিন যাপন করবেন। এবং বুধবার মাদ্রিদে যাবেন। সেখানে বিজনেস সামিটে অংশ নেবেন। মাদ্রিদে তিনদিন থাকার কথা মমতার। সেখানে বিজনেস সামিটে অংশ নেওয়ার পাশাপাশি সেখানকার বাঙালিদের সঙ্গেও দেখা করবেন।