
মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের মাঝেই বর্ধমান, হাওড়া-হুগলি সহ একাধিক জেলায় ডিএম বদলি
মন্ত্রিসভার পর এবার প্রশাসনিক স্তরে বদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের মাঝেই মোট ১২ টি জেলাশাসককে রদবদল করা হল। এছাড়াও বেশ কিছু সরকারি উচ্চ পদেও রদবদল করা হয়েছে বলে জানা যাচ্ছে। হাওড়া জেলার জেলশাসক হিসেবে নিয়োগ করা হল আইএএস দীপাপ প্রিয়াকে। আইএএস মুক্তা আর্যকে করা হল হুগলি জেলার জেলাশাসক। উত্তর ২৪ পরগনার জেলাশাসক শামা পারভিনকে জলপাইগুড়ি জেলার জেলাশাসক হিসেবে নিযুক্ত করা হল। ডঃ প্রীতি গয়ালকে দার্জিলিং জেলাশাসক হিসেবে নিযুক্ত করা হল। দার্জিলিং জেলার পূর্ববর্তী জেলা শাসক আইএএস পোন্নামবালামকে পাঠানো হল পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক হিসেবে। পশ্চিম বর্ধমান জেলার বর্তমান জেলাশাসক অরুণ প্রসাদকে পাঠানো হল নদিয়া জেলার জেলাশাসক হিসেবে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সিয়াদ এনকে বাঁকুড়া জেলার জেলাশাসক পদে পাঠানো হল। উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনাকে পাঠানো হল কোচবিহার জেলার জেলাশাসক হিসেবে। পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলাকে পাঠানো হল ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স দফতরের স্পেশাল সেক্রেটারি করে। জলপাইগুড়ির জেলার জেলাশাসককে স্বাস্থ্য দফতরের সেক্রেটারি করে পাঠানো হল।