এবার হলদিয়ায় সমবায় ব্যাঙ্কে ডাকাতি, ১২ লক্ষ টাকা লুঠ

রানাঘাট, পুরুলিয়ার পর এবার হলদিয়া। তবে এবার সোনার দোকানে নয়। দিনে দুপুরে ফিল্মি কায়দায় সমবায় ব্যাঙ্কে ভয়াবহ ডাকাতি। ব্যাঙ্কের ম্যানেজারকে গান পয়েন্টে রেখে লক্ষ লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সূত্রের খবর, ওই ব্যাঙ্ক থেকে মোট ১২ লক্ষ টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা। সমবায় ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী থেকে কর্মীদের উপরেও হামলা করে দুষ্কৃতীরা। লক্ষাধিক টাকা লুঠপাটের পরেই এলাকা থেকে পালিয়ে যায় তারা। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। 

error: Content is protected !!