
নিপা ভাইরাসে আক্রান্ত পঞ্চম ব্যক্তির সন্ধান মিলল কেরালায়, বাড়ছে আতঙ্ক
নিপা ভাইরাস ঘিরে ক্রমেই আতঙ্ক বাড়ছে কেরালায়। এই রাজ্যে আরও একজন আক্রান্তের খোঁজ মিলল। এর ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ২৪ বছরের এক স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আক্রান্তের সংস্পর্শে আসা ৭০৬ জনের নিপা ভাইরাসে আক্রান্তের সম্ভাবনায় তৈরি হয়েছে উদ্বেগ। যাদের মধ্যে ১৫৩ জন স্বাস্থ্য কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, চলতি সপ্তাহেই কোঝিকোড়েতেই নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যা ঘিরে আতঙ্ক আরও বাড়তে থাকে। সংক্রমণ ঠেকাতে কোঝিকোড়ের ৭টি গ্রামকে ‘কনটেনমেন্ট জোন’ ঘোষণা করেছে প্রশাসন। খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম।