সকাল থেকেই নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি

বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে। ওড়িশা ও উপর দিয়ে এই নিম্নচাপ ছত্রিশগড়ের দিকে এগোবে। এর পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। আজ কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে সকাল থেকেই বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুত সহ বৃষ্টি চলবে। শনিবার থেকে হাওয়া বদল। সপ্তাহান্তে বাড়বে গরম, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে হালকা বৃষ্টি হলেও, শুক্রবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। বাড়বে তাপমাত্রা। 

error: Content is protected !!