
কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের জন্য রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইডি
এবার বিপাকে ইডি। মাত্র ৪৮ ঘণ্টা আগে ইডির সমনের প্রেক্ষিতে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার যেন তার ঠিক উলট পুরান। লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা থেকে ১৬টি ফাইল ডাউনলোডকে কেন্দ্র করে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী ইডি অফিসারদের জন্য রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।