মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন, দিনভর বৈঠকের পরে সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার

কেন্দ্রীয় মন্ত্রিসভায় মঞ্জুর হল মহিলা সংরক্ষণ বিল। সোমবার দিল্লিতে সংসদের অ্যানেক্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। দিনভর বৈঠক করেন সিনিয়র মন্ত্রীরা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে বিরোধীদের দীর্ঘদিনের দাবি মানছে মোদি সরকার। যা ২৪-এর লোকসভা নির্বাচনের আগে এক বিরাট সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হওয়ার পর অধ্যাদেশ বা আইন তৈরি হলে সমস্ত রাজ্যের বিধানসভা এবং লোকসভা নির্বাচনে মহিলা প্রার্থীদের জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। আজ দিনভর বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা বারবার নিজেদের মধ্যে বৈঠক করেন। সকালে অমিত শাহ, রাজনাথ সিং এবং প্রহ্লাদ জোশির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে। সূত্রের খবর, আগামী বুধবার এই বিল সংসদে আনতে চলেছে মোদি সরকার।বিজেপির তরফের দেশজুড়ে প্রচার অভিযানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সংসদে এই বিল পাস হওয়ার পর দেশের কয়েকটি রাজ্যে মহিলা সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

error: Content is protected !!