
মহিলা সংরক্ষণ বিলের আওতায় আনা হোক ওবিসিদের, সংসদে দাবি সোনিয়া গান্ধীর
মহিলা সংরক্ষণ বিল নিয়ে নতুন সংসদ ভবনে আলোচনা শুরু। বুধবার নতুন সংসদ ভবনে বক্তব্য পেশ করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়ার কথায়, ‘এটি অত্যন্ত আবেগপ্রবণ মুহূর্ত আমার কাছে। এই বিল আমার জীবনসঙ্গী রাজীব গান্ধীর স্বপ্ন ছিল। এই বিল পাশ হলেই তাঁর স্বপ্ন পূরণ হবে। কংগ্রেসই এই বিল নিয়ে প্রথম উদ্যোগী হয়েছিল। মহিলা সংরক্ষণ বিলে আমাদের সমর্থন রয়েছে। এই বিলের আওতায় আনা হোক এসসি, এসটি, ওবিসিদের। অবিলম্বে এই বিল পাশ করা হোক।’ মহিলা সংরক্ষণ বিলের কৃতিত্ব ঘিরে সংসদে এদিন সংঘাতে জড়িয়ে পড়ে কংগ্রেস ও বিজেপি। বিজেপির দাবি, এই বিলের কৃতিত্ব কংগ্রেস চাইলেও, সেই সময়ে কংগ্রেসের আনা বিল ত্রুটিপূর্ণ ছিল। এদিকে বিজেপির প্রস্তাব ঘিরে গর্জে ওঠে তৃণমূল। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, আইআইটি, ইসরোর মহিলা গবেষকদের বেতন বন্ধ করেছে বিজেপি সরকার। নারীদের উপর অত্যাচার বন্ধ করতে পারেনি কেন্দ্র। হাথরাসের ঘটনা উল্লেখ করে তৃণমূল সাংসদ আরও বলেন, নারী নিরাপত্তায় সম্পূর্ণ ব্যর্থ মোদি সরকার।