
এবার ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনের কাজ শুরু
মানুষের সুবিধার্থে কলকাতা শহরের সব দিকে ঘিরে ফেলা হচ্ছে মেট্রো সংযোগে। নতুন সংযোজন হল ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন যা তৈরি হচ্ছে ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের উল্টো দিকে। ইতিমধ্যে জায়গা বেছে নেওয়া হয়েছে এবং কাজও শুরু করে দেওয়া হচ্ছে। ময়দান অঞ্চল ভারতীয় সেনার অধীনে এবং সেই কারণে অনুমতি পেতে প্রথমে অসুবিধে হয়েছিল, মেট্রোর পক্ষ থেকে জানালেন মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। ৪৮ মাসের প্রকল্প শেষ হবে ২০২৬ সালে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আজকাল ডট ইনকে জানান, যে দুটি গেটের ভাবনা চিন্তা তাঁরা করেছেন, একটি গেট হবে এসএসকেএমের দিকে এবং অপরটি হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। জোকা- বিবাদী বাগ মেট্রোর কাজ চলছে এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন সেই রুটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আইআইটি মাদ্রাজের ইঞ্জিনিয়ারদের সঙ্গে মেট্রোর আধিকারিকরা জোরকদমে এই নতুন মেট্রো স্টেশন তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের উল্টোদিকে যে ফোয়ারাটি রয়েছে, সেটিকে ভেঙে এই কাজ করা হচ্ছে। মেট্রোর পক্ষ থেকে বলা হয়েছে, মেট্রো স্টেশনের কাজ শেষ হয়ে গেলেই আবার এই ফোয়ারা নতুন করে বানিয়ে দেওয়া হবে।