কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত ভারতের

খালিস্তানি জঙ্গি খুনের ঘটনায় যখন ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়ছে, সেই সময় এ দেশে বসবাসকারী কানাডার নাগরিকদের ভিসা ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে। ভারতে বসবাসকারী কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে দিল্লির তরফে। গত ১৯ জুন কানাডার সুরেতে খুন হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জর। হরদীপের মৃত্যুর কয়েক মাস পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টরুডো দাবি করেন, ওই ঘটনায় ভারত যোগের। হরদীপের মৃত্যুতে ভারত যোগ রয়েছে বলে ট্রুডো যে দাবি করেন, তা নস্যাৎ করে দেওয়া হয় দিল্লির তরফে। এরপরই দু দেশের মদ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করে।

error: Content is protected !!