আজও দিনভর বৃষ্টি, আরও ৩ দিন ভারী বর্ষণ একাধিক জেলায়

শনিবার সকালেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থেকে থেকে বৃষ্টি হচ্ছে। যা আজ সারাদিন চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। হাওয়া অফিস জানিয়েছে, শনি এবং রবিবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। শনিবার জলপাইগুড়ি, দুই দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যেটি দিঘার উপর দিয়ে গিয়েছে। ঘূর্ণাবর্তটি যখন বঙ্গোপসাগরে ছিল, সেই সময় প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। ফলে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। সেই কারণেই বৃষ্টি হচ্ছে। তবে সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা। 

error: Content is protected !!