একটানা ভারী বৃষ্টির জেরে শিলিগুড়ি থেকে সিকিমগামী জাতীয় সড়কে ধস

একটানা ভারী বৃষ্টির জেরে শিলিগুড়ি থেকে সিকিমগামী জাতীয় সড়কে ধস। কালিঝোড়ার কাছে শ্বেতিঝোরায় রাস্তার একটি অংশ তলিয়ে গিয়েছে। তৈরি হয়েছে বড় গর্ত। ফলে রাস্তাটির জরুরি মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যার জেরে বন্ধ রয়েছে যান চলাচল। বিপাকে পর্যটকরা। শিলিগুড়ি ও ডুয়ার্সের দিক থেকে সেবক হয়ে সিকিম যাওয়ার এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরাও। রাস্তার ধসে যাওয়া অংশ দ্রুত সারিয়ে ফেলার চেষ্টা করা যাচ্ছে বলে জানা গিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। 

error: Content is protected !!