
সাতপাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি
অপেক্ষার অবসান। সাতপাকে বাঁধা পড়লেন রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়া। যদিও বিয়ের এখনও তাঁরা জনসমক্ষে আসেননি। তবে তাঁদের দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তেরা। রিপোর্ট অনুযায়ী, পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বিয়ের পর এবার বিদাইয়ের পালা। ডলি সিধু পরিণীতি চোপড়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি তাঁর এবং রাঘব চাড্ডার মেহেন্দি অনুষ্ঠানে পারফর্ম করেন। একটি লাল রঙের ভিনটেজ গাড়ি, সাদা ফুলে সজ্জিত, লীলা প্যালেসের বাইরে দেখা গিয়েছে তাঁকে। পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার জন্য সাজানো ছিল গাড়ি। রাঘব চাড্ডা সত্যিই তাঁর জীবনের বড়দিনের জন্য এক্সক্লুসিভ পোশাক থেকে শুরু করে এলাহি আয়োজন। রাঘব এবং পরিণীতি দীর্ঘদিনের বন্ধু ছিলেন। কিন্তু, তাঁরা কখনওই প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা বলেননি। পরবর্তীকালে প্রকাশ্যে আসছে সবকিছু। বরের পক্ষ থেকে ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ে দম্পতির জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি তাজ চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। এরপর দিল্লিতে আরেকটি রিসেপশন হবে। রাঘবকে দেখা যায় নৌকায় চড়ে গিয়েছেন বরযাত্রী নিয়ে বিবাহ বাসরে। সকলেই নতুন বর-বউকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে। কখন আসবে জুটির ছবি, মুখিয়ে আছে দেখার জন্য। উদয়পুরে জমকালো কায়দায় শুরু হল পরিণীতি চোপড়া এবং রাঘব চাধার বিয়ের উৎসব। দম্পতি, তাদের পরিবারের সঙ্গে ২২ সেপ্টেম্বর উদয়পুরে পৌঁছয়। তারা ২৩ সেপ্টেম্বর তাদের হলদি এবং সংগীত অনুষ্ঠান উদযাপন করেছিল। একদিকে যেমন পরিবারের লোকজন ছিলেন, তেমনই আবার দেখা যায় বহু সেলেবকেও। ২৪ সেপ্টেম্বর, পরিণীতি এবং রাঘব অবশেষে গাঁটছড়া বাঁধলেন।