‘কংগ্রেস ক্ষমতায় এলে মধ্যপ্রদেশকে ‘অসুস্থ’ করে দেবে’, কটাক্ষ প্রধানমন্ত্রী মোদির

সরাসরি কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য, কংগ্রস সরকার ক্ষমতায় আসলে মধ্য প্রদেশকে আবার অসুস্থ করে দেবে। প্রধানমন্ত্রীর খোঁচা, যে যে রাজ্য়ে কংগ্রেসের শাসন চলছে সেই রাজ্যগুলিকেই ধ্বংস করে দিচ্ছে। সোমবার ভোপালে বিজেপির ‘কার্যকর্তা মহাকুম্ব’-এর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “৩০ বছর ধরে মধ্য় প্রদেশে শাসন চালাচ্ছে বিজেপি। কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন যে দুর্দিনের মুখোমুখি হয়েছিলেন মানুষ তা এখন অতীত। স্বাধীনতার পর বেশ অনেক বছর ধরেই কংগ্রেস রাজত্ব চালায় মধ্য় প্রদেশে। আর মধ্য প্রদেশকে অসুস্থ করে দেওয়ার পিছনে দায়ী কংগ্রেস। আমরাই আবার সুস্থ করে তুলেছি।”

error: Content is protected !!