অস্কারের জন্য ভারতীয় ছবি হিসাবে মনোনীত হল মালয়ালম ছবি ২০১৮

অস্কারের জন্য ভারতীয় ছবি হিসাবে মনোনীত হল ‘২০১৮, এভরিওয়ান ইন আ হিরো’। মালয়ালম ভাষার এই ছবিকেই ২০২৪ সালের অস্কারের জন্য ভারতের তরফে পাঠানো হয়েছে। আজ, বুধবার সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেছে ১৬ সদস্যের নির্বাচন কমিটি। ছবিটির পরিচালনা করেছেন জুড অ্যান্থনি জোসেফ। চলতি বছরের মে মাসে বড়পর্দায় মুক্তি পায় ছবিটি। মূলত ‘২০১৮’ সালে কেরলের বন্যার পরিস্থিতি নিয়ে নির্মিত ছবিটি। বক্স অফিসে ব্যাপক আয় করেছে ছবিটি। সমালোচকদের কলমেও প্রশংসা পেয়েছে ‘২০১৮’। অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগীতায় নামবে ছবিটি। ভারতীয় ছবি হিসাবে অস্কারের দৌড়ে ছিল ‘দ্য কেরালা স্টোরি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ সহ আরও ২২ টি ছবি। যার মধ্যে নির্বাচকরা ২০১৮- কেই বেছে নিয়েছেন।

error: Content is protected !!