পাকিস্তানে কুড়িয়ে পাওয়া রকেট লঞ্চার নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, মৃত ৪ শিশু সহ ৮

বাড়ির কাছে মাঠে খেলতে গিয়ে একটি রকেট লঞ্চার কুড়িয়ে পায় শিশুরা। পরিত্যক্ত ভেবে খেলার জন্য সেটিকে বাড়িতে নিয়ে আসে তারা। সেখানেই আচমকা ভয়াবহ বিস্ফোরণ ঘটল। তাতেই বুধবার সকালে পাকিস্তানের সিন্ধ প্রদেশে মৃত্যু হল ৮ জনের। এদের মধ্যে চারজন শিশু। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকায় কোথা থেকে রকেট লঞ্চার এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

error: Content is protected !!