
কামদুনির রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন মৌসুমি
কামদুনি মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করতেই আদালত চত্বরে কেঁদে উঠলেন টুম্পা কয়াল এবং মৌসুমি কয়াল। এদিন কাঁদতে কাঁদতে মৌসুমি কয়াল বলেন, “আমি কিছু বলতে পারছি না। এই রায় মানতে পারছি না। উকিল বিক্রি হয়ে গিয়েছে। বিচার দিতে পারল না। রাজ্য সরকারের উকিল বিক্রি হয়ে গিয়েছে।” প্রসঙ্গত এদিন কামদুনি গণধর্ষণ মামলায় ফাঁসির নির্দেশ রদ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তিনজনের ফাঁসির সাজা রদ করা হল। বদলে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবেন সইফুল আলি মোল্লা, আনসার আলি মোল্লা৷ অন্যদিকে, ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলিকে জেলমুক্ত করল আদালত। গণধর্ষণ কাণ্ডের অন্য অভিযুক্ত ভোলা নস্কর, আমিনুর ও ইমানুরের সাজাও কমানো হল। আমৃত্যু কারাদণ্ডের বদলে ১০ বছর সাজার নির্দেশ দিল বেঞ্চ। ১০ হাজার টাকার বিনিময়ে জেলমুক্ত ৩ জন।