হকিতে সোনা জয় ভারতের

এশিয়ান গেমসে সোনা৷ হকিতে জাপানকে ৫-১ গোলে হারাল টিম ইন্ডিয়া৷ ভারতীয় হকি দল এই নিয়ে রেকর্ড ১৬ বার এশিয়ান গেমসে সোনা জিতল৷ এদিন প্রথম কোয়ার্টার থেকেই এগিয়েছিল ভারতীয় হকি দল৷ চারটি কোয়ার্টারেই নিজেদের দাপট বজায় রাখেন হকি খেলোয়াড়রা৷এদিন খেলার ২৫ মিনিটে প্রথম গোল করে জাপানের বিরুদ্ধে এগিয়ে যায় ভারত৷ ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ফের গোল৷ ব্যবধান বেড়ে হয় ২-০৷ ৩৬ মিনিটে ভারতের হয়ে তিন নম্বর গোল আসে৷ ৪৮ মিনিটে ভারতের চার নম্বর গোল হয়৷ ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি গোল করে জাপান৷ পুরো খেলায় এই একবারই ভারতের জালে বল জড়াতে পারে জাপান৷ ৫৯ মিনিটে ফের একটি গোল করে সোনা জয়ের ম্যাচে স্কোরলাইন ৫-১ করে নেয় ভারত৷এদিকে এর আগেই এশিয়ান গেমসে ভারতের বড় সাফল্যের দিন৷ এবারের হাংঝাউ এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের দারুণ পারফরম্যান্স ছিল৷ তাই স্বপ্ন ছিলই যা কখনও হয়নি তাই এবার হবে৷ আর শুক্রবার দুপুরবেলায় এল সেই সুখবর৷ সোনম মালিক কুস্তিতে ব্রোঞ্জ পদক জয়ের পরেই সেই ল্যান্ডমার্ক ছুঁয়ে ফেলল ভারত৷

error: Content is protected !!