পুনে-মুম্বই রেলওয়ে ট্র্যাকের উপর রাখা বোল্ডার

মহারাষ্ট্রে পুনে-মুম্বই রেলওয়ে ট্র্যাকে কিছু বোল্ডাররেখে দুর্ঘটনা ঘটনার ছক করার চেষ্টা হল। যার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে সংবাদ সংস্থার পোস্ট করা ভিডিওটিতে। যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে নাশকতার চেষ্টা চালিয়েছিল কোনও দুষ্কৃতী। কারণ রেললাইনে উপরে ওই ভাবে বড় পাথর চাপিয়ে রাখলে ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার প্রবল সম্ভাবনা থাকে। যদিও তা শেষ পর্যন্ত সফল হল না। নাশকতার এই চেষ্টা কে বা কারা করেছে তা নিয়ে তদন্ত চলছে।

error: Content is protected !!