এবার মদন মিত্রের বাড়িতে তল্লাশির পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদ

এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রে বাড়িতে তল্লাশি বলে জানা গিয়েছে৷ পাশাপাশি, অয়ন শীলকে বিধায়ক চিনতেন কিনা, চিনলে কতদিন চিনতেন, টাকার বিনিময়ে পুর সভার চাকরি বিক্রির বিষয়ে তিনি কিছু জানতেন কি না, এই সব নিয়ে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে৷

https://bengali.news18.com/amp/news/kolkata/cbi-raid-in-madan-mitra-s-bhawanipore-and-dakshineswar-house-here-is-the-update-sta-1316911.html
error: Content is protected !!