বিশ্বকাপে আফগানিস্তানকে ৮ উইকেটে হারালো ভারত

বিশ্বকাপে আফগানিস্তানকে সহজেই হারাল ভারত। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান করে আফগানিস্তান। রোহিত শর্মার শতরানে সহজেই সেই রান তাড়া করে জিতে যায় ভারত। বিশ্বকাপের প্রথম দু’ম্যাচের দু’টিতেই জিতল ভারত।  প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে জয় দিয়ে বিশ্বকাপ সফর শুরু করেছে মেন ইন ব্লু। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল রোহিত শর্মার ভারত। এই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা। গড়েছেন রেকর্ড। এটি রোহিতের ওডিআই বিশ্বকাপ কেরিয়ারের সপ্তম শতরান। তিনি ছাপিয়ে গিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে। প্রথম ম্যাচে রান পাননি রোহিত শর্মা। তাই দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিলেন রোহিত। তিনি যে দুরন্ত ছন্দে ব্যাট করছিলেন, তাতে ঈশান কিষাণ এক সময় ক্রিজে থেকেও দর্শক ছিলেন। বার বার মনে হচ্ছিল বিরাট কোহলি তাঁর ঘরের মাঠে আদৌ খেলতে নামার সুযোগ পাবেন তো? অবশেষে কোহলির ব্যাটিং উপভোগ করল অরুণ জেটলি স্টেডিয়াম ভর্তি দর্শকরা। এবং ক্রিকেট বিশ্ব। নিজের নামের প্যাভিলিয়নের সামনে হাফসেঞ্চুরি করে গেলেন বিরাট। ১৫ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ভারত।

error: Content is protected !!