ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে ৬.৩

ফের ভয়াবহ ভূমিকম্প পশ্চিম আফগানিস্তানে। আবারও কেঁপে উঠল হেরাট শহর। গত শনিবার এই শহরেই ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হয়। পরপর ৭টি আফটার শকের পর ৩০০০ মানুষের মৃত্যু হয়েছে। ফের সেই শহরেই রবিবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, রবিবার সকাল ৯টা ৬ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ৬.৩। এখনও পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গত শনিবার হেরাটে ভয়াবহ ভূমিকম্পের পর গত বুধবারেও জোরাল কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৩। ইউনিসেফ জানিয়েছে, আফগানিস্তানে মৃতদের মধ্যে ৯০ শতাংশই মহিলা ও শিশু। 

error: Content is protected !!